ব্লগারদের জন্য ৫টি ফেইসবুক এপ্লিকেশন
গুগলের পরই ফেইসবুক সবচেয়ে বেশি ব্যাস্ত ওয়েব সাইট। ব্লগারদের জন্য এটি অনেক গুরুত্ব বহন করে, কারন এটি ট্রাফিকের একটি অন্যতম উৎস। এতে রয়েছে চমৎকার সব এপ্লিকেশন যা ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় যুক্ত করেছে ভিন্ন মাত্রা। এখানে এমন কিছু এপ্লিকেশন রয়েছে যেগুলো ব্লগারদের জন্যই মূলত তৈরি করা হয়েছে। আর এগুলো সত্যিই যথেস্ট কাজে লাগার মত।
Networked Blogs
এটি একটি খুবই জনপ্রিয় ফেইসবুক এপ্লিকেশন। এখানে সহজেই আপনি আপনার ব্লগ যুক্ত করতে পারবেন এবং ব্লগের
আর.এস.এস ফীড আপনার প্রোফাইল অথবা ফ্যান পেইজে প্রকাশ করতে পারবেন। এছাড়াও এখানে প্রতিটি ব্লগের জন্য রেটিং সিস্টেম থাকে। আপনি এখানে থাকা অন্য ব্লগ ফলো করতে পারবেন এবং সেগুলো মান অনুযায়ী রেটিং দিতে পারবেন।
Social RSS
সোশ্যাল আর.এস.এস আরেকটি দারুন এপ্লিকেশন। এটি ব্যবহার করে আপনার আপনার ব্লগ অথবা টুইটারের ফীড
আপনার প্রোফাইল অথবা পেইজে প্রদর্শন করতে পারবেন।
Facebook Notes
এটি একটি প্রয়োজনীয় ফেইসবুক এপ্লিকেশন। এটি ব্যবহার করে আপনি আপনার ইচ্ছে মতো নোট লিখে সেগুলোতে
বন্ধুদের ট্যাগ করতে পারবেন। এছাড়াও এটিতে আপনি আপনার ব্লগ ইমপোর্ট করতে পারবেন। নতুন কোন পোস্ট প্রকাশিত হলেই এটি সেটি আপনার প্রোফাইলে ইম্পোর্ট করবে।
টুইটার এপ্লিকেশন ব্যবহার করে আপনি টুইটার থেকে ফেইসবুকে সরাসরি স্ট্যাটাস আপডেট করতে পারবেন।
বেপারটা হচ্ছে এরকম যখন আপনি টুইটারে কোন টুইট করবেন তখন এটি ফেইসবুকে আপনার নতুন স্ট্যাটাস হিসেবে ইম্পোর্টেড হয়ে যাবে। এছাড়াও ফেইসবুক থেকেও টুইটারে স্ট্যাটাস আপডেট করতে পারবেন।
Friend Feed
ফ্রেন্ড ফীড খুব একটা জনপ্রিয় ওয়েব সাইট না হলেও আমার খুব ভালো লাগে। এখানে একবার আপনি আপনার
প্রোফাইল সেটাপ করার পর সব কিছু এক জায়গায় পাবেন। আর ফ্রেন্ড ফীড ফেইসবুক এপ্লিকেশন আপনাকে এই সব কিছুকে ফেইসবুকে নিয়ে আসতে সাহায্য করবে।
সূত্র: বিজ্ঞান প্রযুক্তি